আগরতলা, ১ ফেব্রুয়ারী: দিল্লি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যোগেন্দ্রনগর রেলস্টেশন পৌঁছানোর আগেই যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পড়েছিল। ফলে, যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে।
জানা গিয়েছেন, আজ সকালে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস খয়েরপুর দাসপাড়া এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে আটকে পড়ে। সকাল সাড়ে ছয়টা থেকে দশটা পর্যন্ত আটকে থাকে ওই এক্সপেসটি।
অপরদিকে, যাত্রীরা বাড়ি ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে ভোগান্তির শিকার হয়েছেন। এদিকে খবর পেয়ে অটোচালকরা চলে গিয়েছে ঘটনাস্থলে। সেই সুযোগে চড়া ভাড়ায় কিছু কিছু যাত্রীদের বাড়ি পৌঁছে দিয়েছেন।
অপরদিকে, স্টেশন থেকে দূরপাল্লার অন্যান্য ট্রেন ছাড়তেও দেরি হয়। ফলে স্টেশনে ও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। পরবর্তীতে প্রাথমিক সারাই করার পর ট্রেনটি গন্তব্যে পৌঁছে বলে জানা গিয়েছে।