নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে : বিষ্ণুদেও সাই

রায়পুর, ৩১ জানুয়ারি (হি.স.) : নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে, একথা জোর দিয়ে বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। মঙ্গলবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে এবং ১৪ জন জওয়ান আহত হন। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান।
আহতরা রায়পুরের নারায়ণ ও বালাজি হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে আহত জওয়ানদের হাসপাতালে দেখতে গিয়ে নকশালদের উদ্দেশে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সাই বলেন, নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্ডা থানার টেকালগুডেমে মঙ্গলবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত সৈন্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। হাসপাতালগুলিতে গিয়ে মুখ্যমন্ত্রী সাই জওয়ানদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকদের। হাসপাতাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা, বনমন্ত্রী কেদার কাশ্যপ, ডিজিপি অশোক জুনেজা, মুখ্যমন্ত্রীর সচিব পি. দয়ানন্দ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *