নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ জানুয়ারি: কীর্তনতলী এলাকায় জাতীয় সড়কে দুটি বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় চারজন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায় যে ঊনকোটির দিক থেকে পাখিরবাদা এলাকার চার যুবক দুটি বাইকে করে কৈলাসহরের উদ্দেশ্যে আসছিল। একটি বাইকে দুজন করেছিল। কীর্তন থলি এলাকায় আসতেই ঘটে বিপত্তি । জাতীয় সড়কের উপর একটি বাইক আরেকটি বাইককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে। দুটি বাইক থেকে ছিটকে পড়ে যায় চার যুবক রাস্তার মধ্যে। রক্তে ভেসে যায় গোটা রাস্তা। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় প্রথমে দুই যুবককে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাড়ির মাধ্যমে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় । পরবর্তীতে খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়।
অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে আরও দুই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। ওই চার যুবকের নাম হল বিশাল দেব, সুজিত দাস, অমৃত দেব ও সুব্রত দেব। এই চার যুবকের মধ্যে বিশাল দেব ও অমৃত দেবের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ছুটে যায় কৈলাসহর থানার এসআই এর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা।

