রাজ্যে ন্যায় নেই, তাই যাত্রায় মমতাকে ডাক রাহুলের, কটাক্ষ সুকান্তর

কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): বাংলায় ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। যদিও সেই আমন্ত্রণের এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতার তরফে মমতাকে ওই যাত্রায় অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

যাত্রায় অংশগ্রহণ প্রসঙ্গে রবিবার সুকান্ত মজুমদার বলেন, ”রাজ্যে ন্যায় প্রতিষ্ঠিত নেই। তাই রাহুল গান্ধী ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে চাইছেন। কারণ তিনি বুঝেছেন রাজ্যে ন্যায় নেই। আরো কদিন থাকবেন বাকিটা বুঝে যাবেন। তাই তড়িঘড়ি তাঁকে দিল্লি ফিরতে হয়েছে। রাজ্য গণতন্ত্র বলে কিছু নেই। দিল্লিতে গিয়ে তিনি আবার গণতন্ত্র নিয়ে গলা ফাটাবেন।”