নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): ভারতের প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করেছে সুপ্রিম কোর্ট। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের বর্তমান আর্থিক নীতি আগামী দিনের উজ্জ্বল ভারতের ভিত তৈরি করবে। এখন ভারতে যে আইন প্রণয়ন করা হচ্ছে তা আগামী দিনের উজ্জ্বল ভারতকে আরও শক্তিশালী করবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী উদযাপনে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এখন সমগ্র বিশ্বের চোখ ভারতের দিকে এবং ভারতের প্রতি বিশ্ববাসীর আস্থা বাড়ছে। এখন ভারতের জন্য প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করা গুরুত্বপূর্ণ…ভারতীয় নাগরিকরা সহজে ন্যায়বিচার পাওয়ার অধিকারী। আর এ জন্য প্রধান মাধ্যম হিসেবে কাজ করে সুপ্রিম কোর্ট। সমগ্র বিচার ব্যবস্থা নির্ভর করে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনার উপর।” প্রধানমন্ত্রী বলেছেন, “ই-কোর্ট মিশনের তৃতীয় ধাপের জন্য দ্বিতীয় পর্যায়ের চেয়ে চারগুণ বেশি অর্থ মঞ্জুর করা হয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ঔপনিবেশিক ফৌজদারি আইন বাতিল করে, সরকার ”ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা”, ভারতীয় ন্যায় সংহিতা এবং ”ভারতীয় সাক্ষ্য অধিকার” ব্যবস্থা চালু করেছে। এই পরিবর্তনগুলির কারণে, আমাদের আইনী পুলিশি ও তদন্ত ব্যবস্থা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে…আমি সুপ্রিম কোর্টকেও একই ধরনের সক্ষমতা বৃদ্ধির অনুশীলনের জন্য এগিয়ে আসার অনুরোধ করছি…সরকার ক্রমাগত কাজ করছে এবং বিশ্বস্ত বিচার ব্যবস্থা গঠনের জন্য অনেক সিদ্ধান্ত নিচ্ছে ।