পাটনা, ২৮ জানুয়ারি (হি.স.): মহাগঠবন্ধনে রাজনৈতিক অস্থিরতা অনিবার্য। কটাক্ষের সুরে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, “সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে বিজেপি।” বিহারে সাম্প্রতিক রাজনৈতিক পরস্থিতি নিয়ে রবিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন গিরিরাজ সিং। তিনি বলেছেন, “মহাগঠবন্ধনে রাজনৈতিক অস্থিরতা অনিবার্য।আমরা সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছি, যখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড ঘটে, তখন সমাজ ও রাজনৈতিক দলগুলির জন্য ভালো-মন্দ প্রভাব থাকাটাই স্বাভাবিক। বিহারে বিজেপি শক্তিশালী দল। আমরা গতকাল আমাদের বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেছি, এবং আমরা আজও একটি বৈঠক করব।”
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আরও বলেছেন, “বিজেপি নীরব দর্শক নয়, পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি পরিষ্কার হলে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজেপি।”