সোনিপত, ২৮ জানুয়ারি (হি.স.) : হরিয়ানার সোনিপত জেলায় দ্রুত গতির গাড়ির ধাক্কায় ৪ জন নেপালি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সোনিপত শহরের মামা ভঞ্জা চকে একটি দ্রুতগামী গাড়ি, চার যুবককে পিষে দিলে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ৪ নেপালি যুবকের মৃত্যু হয়, একজন স্কুটার চালক আহত হন এবং গাড়ির তিন যাত্রী আহত হন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সোনিপত সিভিল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পিজিআই রোহতকে রেফার করা হয়েছে।
শনিবার রাতে তিনটি সাইকেলে করে চারজন যুবক সোনিপত শহরের মামা ভাঞ্জা চকে এলে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি সাইকেল আরোহীদের পিষে দেয়। মৃতরা হলেন- কামাল, অর্জুন, দল বাহাদুর ও অমর। আহতরা হলেন, হৃতিক, অরুণ এবং মোহিত।

