চালসা, ২৭ জানুয়ারি (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের শালবাড়ি মোড় সংলগ্ন খরিয়ার বন্দর বস্তি এলাকায় রান্নাঘরের বারান্দায় টেবিলের নীচে থেকে উদ্ধার চিতাবাঘের শাবক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে
এদিন সকালে ওই বাড়িতে চিতা বাঘের শাবকের খবর চাউর হতেই স্থানীয় বহু মানুষের ভিড় উপচে পড়ে। বাড়ির মালিক রতন সূত্রধরের কথায়, “এদিন সকালে বাড়ির লোকজন চিতা বাঘের শাবক টিকে ঘরের বারান্দায় টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখে। গত কয়েকদিন ধরেই রাতে বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে চিতাবাঘ। বাড়ি থেকে কুকুর, মুরগি, ছাগল তুলে নিয়ে যাচ্ছে।”
চিতা বাঘের শাবকটিকে নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে সেটিকে খাঁচাবন্দি করে নিয়ে যায়। ইতিমধ্যেই চিতা বাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সোনালি

