কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার কুণাল দাবি করেছেন, অধীর রঞ্জন চৌধুরী সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হয়ে কাজ করছেন। কুণাল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “অধীর রঞ্জন চৌধুরী আমাদের দলের সুপ্রিমো এবং দলকে ক্রমাগত আক্রমণ করছেন।”
কুণাল ঘোষ যোগ করেছেন, “রাহুল গান্ধী বাংলায় তাঁর অনুষ্ঠান করেছিলেন…শিলিগুড়িতে, সেদিন পুলিশের পরীক্ষা হয়েছিল এবং সেই কারণে অনুমতি দেওয়া হয়নি। রাহুল গান্ধীকে থামানো অথবা অনুমতি প্রত্যাখ্যান করা এমনটা নয়।” প্রসঙ্গত, কোচবিহারে রাহুলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রসঙ্গে মুখ খোলেননি কুণাল। তিনি দাবি করে বলেছেন, “অধীর রঞ্জন চৌধুরী সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির হয়ে কাজ করছেন।”