রাতের আঁধারে ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি

আগরতলা,২৬ জানুয়ারি: উত্তর যোগেন্দ্রানগর এলাকায় একটি ওষুদের দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। জনৈক দোকান মালিক জানিয়েছেন তার দোকান থেকে তিন লক্ষ টাকা সহ দোকানে থাকা কিছু ওষুধ নিয়ে গিয়েছে চোরের দল।

জনৈক দোকান মালিক জানিয়েছেন, গতকাল রাতে তাঁর ওষুধের দোকানা চোরের দল হানা দিয়েছে। আজ সকালে দোকানে এসে তিনি চুরি যাওয়ার ঘটনাটি প্রত্যক্ষ করেন। সাথে সাথে তিনি পূর্ব আগরতলা থানায় খবর পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে তদন্তে নেমেছেন।