আগরতলা, ২৪ জানুয়ারি: মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক বাইক চালক। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ এলাকার স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ বিশ্রামগঞ্জ এলাকার সজল দেববর্মা নামে এক যুবক রাস্তায় বাইক দাঁড় করিয়ে কথা বলছিলেন। ওই সময় দ্রুত গতিতে আসা এক মারুতি গাড়ি ধাক্কা দেয়। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। সাথে সাথে স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মী আহত যুবকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।