ভোপাল, ২৪ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের দেওয়াস থানা সুশাসন এবং ভাল আইনশৃঙ্খলার একটি প্রকৃষ্ট উদাহরণ, এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মধ্যপ্রদেশের দেওয়াস থানাকে দেশের সেরা ১০টি থানার মধ্যে নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।
বুধবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, এই অর্জন দেওয়াস সহ মধ্যপ্রদেশের সমস্ত মানুষের জন্য গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী ডঃ যাদব জানান, সমগ্র দেশের মধ্যে থেকে মধ্যপ্রদেশের এই থানার সুশাসন এবং ভাল আইনশৃঙ্খলার একটি প্রকৃষ্ট উদাহরণ। জনসেবায় নিবেদিত ও দায়িত্ব পালনে নিবেদিত সকল থানার পুলিশ আধিকারিকদের অভিনন্দন। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সুধীর সাক্সেনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া একটি শংসাপত্র এবং স্মারক উপহার তুলে দেন দেওয়াসের পুলিশ সুপার সম্পত উপাধ্যায় এবং থানার ইনচার্জ অজয় চান্নাকে। পুলিশের সদর দফতরে এই শংসাপত্র ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় দেওয়াস থানাকে।

