অযোধ্যা, ২৩ জানুয়ারি (হি. স.) : রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি! এর জেরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল রামমন্দিরে । একটি সূত্রে দাবি, ভিড়ের চাপে বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন। তবে বড়সড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। আপাতত দর্শন বন্ধ করল পুলিশ। পরিস্থিতির জেরে অতিরিক্ত পুলিশ বাহিনী আনছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।
মন্দির দর্শনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তার জন্য প্রস্তুতি ছিল রাজ্য প্রশাসন। কিন্তু তার পরেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। উত্তরপ্রদেশে এখন শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই মন্দির দর্শনে সোমবার রাত ৩টে থেকে লাইনে দাঁড়ান পুণ্যার্থীরা। মন্দিরের দরজা খুলতেই শুরু হয় হুড়োহুড়ি । ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া ছিল, একসময় সেই লোহার ব্যারিকেড ভেঙে মন্দিরে ঢুকতে শুরু করেন দর্শনার্থীরা। সেই ভিড়ের চাপেই মঙ্গলবার অসুস্থ হলেন বেশ কয়েক জন ভক্ত। ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে সাময়িকভাবে মন্দির দর্শন বন্ধ রাখাই নয়, পঞ্চকোসির কাছে যানচলাচলও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।
অযোধ্যা পুলিশের অ্যাজডিশনাল ডিজিপি পীযূষ মিরোদিয়া জানিয়েছেন, এই বিশাল ভিড় মানুষের ভক্তির বহিঃপ্রকাশ। তাঁরা চান বেশি বেশি সংখ্যক মানুষ মন্দির দর্শনে আসুন। দর্শন একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। সবাইকে সুযোগ দেওয়া হবে। ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গতকালকের উদ্বোধনের পর মঙ্গলবার সকাল ৭টায় খোলে মন্দিরের দরজা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। পরে আবার দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত রামলালা দর্শন চলবে। সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ’ অর্থাৎ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা।