আমেরিকা, ২৩ জানুয়ারি (হি.স.) : প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার এফসি ডালাসের কাছে পারল না ইন্টার মায়ামি। ১-০ গোলে হেরে গেল মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচের তিন মিনিটে জেসুস ফেরেইরা গোল করেন। এই গোল আর শোধ করতে পারেননি মেসি-সুয়ারেজরা।
তবে মাঠে যতক্ষণ মেসি ছিলেন, তিনি বেশকিছু সুযোগ তৈরি করেছেন। তবে ডালাসের গোলরক্ষক দারুণভাবে খেলে গোল বাঁচিয়েছেন । সুয়াররেজও মিস করেন বেশ কয়েকটি গোলের সুযোগ।
উল্লেখ্য, শুক্রবার এল সালভাদরের সঙ্গেও ম্যাচ ড্র করেছিল মেসির মায়ামি। আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। যার প্রথম দুটি হবে সৌদি আরবে। ২৯ জানুয়ারি প্রতিপক্ষ আল হিলাল। আর পহেলা ফেব্রুয়ারি খেলা ক্রিশ্চিয়ানে রোনাল্ডোর আল নাসরের বিপক্ষে।

