বালুরঘাট, ২১ জানুয়ারি (হি.স.) : ‘সম্প্রীতির নামই হল রাম। রাম সবার। তাই তৃণমূল এই সংহতির নামে এসব উসকানি দিচ্ছে। মানুষ সব বুঝতে পারছে।’ সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিন তৃণমূলনেত্রীর ডাকা সম্প্রীতির সংহতি যাত্রা নিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
সুকান্ত বলেন, ‘আগামীকাল রামযাত্রা নিয়ে পুলিশ প্রশাসন শান্ত থাকলেই ভালো। বেশি বাড়াবাড়ি না করলেই ভালো। তৃণমূলের দালালি করলে অশান্তি বাড়বে।’ তাঁর দাবি, হিন্দুরা কখনও আক্রমণ করে না। সুকান্তের কথায়, ‘দেখুন দীর্ঘ ৫০০ বছর লড়াই চালিয়ে আজ রামের প্রতিষ্ঠা হচ্ছে। তাই সবাই রাম পুজো করবে এটাই তো স্বাভাবিক।’