চূড়ান্ত প্রস্তুতির পরেও সফর বাতিল রাজ্যপালের

উত্তর ২৪পরগনা, ১৯ জানুয়ারি (হি.স.): শেষ মুহূর্তে হিঙ্গলগঞ্জ সীমান্ত পরিদর্শন বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই সঙ্গে রাজ্যপালের হিঙ্গলগঞ্জ সীমান্তে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকও বাতিল হয়ে গেল। রাজ্যপালের দফতর থেকে মেল করে তাঁর সফর বাতিলের কথা জানান হয় ।

শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে, ভারত ও বাংলাদেশ সীমান্তে আসার কথা ছিল। যার জন্য সমগ্র প্রস্তুতি চূড়ান্ত অবস্থায় ছিল। সকাল এগারোটা নাগাদ হিঙ্গলগঞ্জ বিওপি তে ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে আধিকারিকদের সঙ্গে কথা বলা পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠকের চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে হিঙ্গলগঞ্জ সীমান্ত পরিদর্শন বাতিল হল । এ বিষয়ে রাজ্যপালের দফতর থেকে একটি ই–মেল এসেছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ ও বিএসএফ আধিকারিকদের কাছে । পরে কবে তিনি আসবেন আগামী সময় জানিয়ে দেওয়া হবে বলে জানান হয়েছে মেলে। চূড়ান্ত প্রস্তুতির পরে কেন রাজ্য পাল আসবেন না সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল।f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *