ধলাইয়ের বিভিন্ন ক্যাম্পের জওয়ানরা ভুগছেন পানীয় জল ও বিদ্যুৎ যন্ত্রণায়

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ ধলাই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলিতে কর্মরত টিএসআর এবং বিএসএফ জওয়ানরা নানা সমস্যার মধ্যে দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন৷ তাদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষ কিংবা রাজ্য প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ তাতে জওয়ানদের অতি কষ্টে চলতে হচ্ছে৷ বিশেষ করে পানীয় জল ও বিদ্যুতের কোন ব্যবস্থা নেই৷
সংবাদে প্রকাশ, ধলাই জেলার গন্ডাছড়া, গঙ্গানগর এবং রইস্যাবাড়ি ইন্দো-বাংলা সীমান্তের পিলার নম্বর ২২৮১ থেকে পিলার নম্বর ২২৮১ এর মধ্যে তিনটি থানা রয়েছে৷ তাছাড়া রয়েছে প্রায় ১২টি বর্ডার আউট পোস্ট৷ এই আউট পোস্টগুলিতে কর্মরত রয়েছেন বিএসএফ৷ সঙ্গে রয়েছে টিএসআর জওয়ানরা৷ এইসব নিরাপত্তা ক্যাম্পগুলিতে পানীয় জলের তেমন কোন সুবন্দোবস্ত নেই৷ রিং ওয়েল থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তাদের৷ অপরিশ্রুত পানীয় জল পান করতে হচ্ছে তাদের৷ কোন কোন সময় জওয়ানরা জল সিদ্ধ করে পান করছেন এবং রান্নাবান্নার কাজে ব্যবহার করছেন৷
ঐসব ক্যাম্পগুলিতে নেই বিদ্যুৎ সংযোগ৷ সোলার লাইটের মাধ্যমে নামেমাত্র বিদ্যুৎ মিলছে৷ মন্দ আবহাওয়ার দিনগুলিতে সোলার লাইটের ব্যবহারও সম্ভব হয়ে উঠে না৷ জানা গিয়েছে রাজ্য প্রশাসন কিংবা বাহিনী কর্তৃপক্ষ ঐসব ক্যাম্পে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ জওয়ানরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বহুবার৷ কিন্তু, নিটফল শূন্য৷ দুর্গম এলাকা হওয়ার দরুন ঐসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব নয় বলে নিগম সূত্রে জানা গিয়েছে৷
এদিকে, ঐসব নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলিতে কর্তব্যরত জওয়ানদের রেশন সামগ্রী তথা খাদ্য সামগ্রী সংগ্রহ করাও কঠিন৷ কুড়ি-পঁচিশ কিলোমিটার পায়ে হেটে সামগ্রী সংগ্রহ করতে হয়৷ যোগাযোগের ক্ষেত্রে যান বাহন চলাচলের কোন রাস্তা নেই৷ এই অবস্থায় যদি কোনও কারণে রাজনৈতিক দলগুলি বন্ধ কিংবা ধর্মঘট করে তাহলে ঐসব ক্যাম্পের জওয়ানদের কষ্টের ইতি থাকে না৷ নিরাপত্তার কাজে নিযুক্ত এইসব ক্যাম্পের জওয়ানরা বছরের পর বছর এভাবেই কষ্টে দায়িত্ব পালন করে চলেছেন তারপরও প্রশাসনের তরফে তাদের সমস্যা সমাধানের কোন ইতিবাচক ভূমিকা নেওয়া হচ্ছেনা৷ তাতে ক্ষোভে ফঁুসছেন জওয়ানরা৷