নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৮ জানুয়ারি : অবুঝ সন্তানের পাশে মায়ের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গটিলার রাধাচরণ পাড়ার রাস্তায়।
নিথর গৃহবধূর পাশে থাকা অবুঝ শিশু সন্তানের আর্তনাদে স্হানীয় মানুষ রাস্তায় এই দৃশ্য দেখার সাথে সাথেই কল্যাণপুর থানার পুলিশকে অবগত করে। খবর পেয়ে কল্যানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। কতর্ব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
বিস্তারিত খবর দিয়ে কল্যানপুর থানার পুলিশ জানায় আজ দুপুরে হঠাৎ করে কল্যানপুর থানায় একটি খবর আসে গৌরাঙ্গটিলার রাধাচরণ পাড়ার রাস্তায় একজন মহিলা নিথর অবস্থায় পড়ে আছে। তার সাথেই অবুঝ এক শিশু সন্তানও আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা। মহিলাকে কল্যানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত মহিলার নাম সুজালী দেববর্মা (২০) স্বামী – লাব্রিচাই মগ, বাড়ি গোমতী জেলার করবুক কুঞ্জরাই মগ পাড়া। জানা গেছে কল্যানপুর থানাধীন গৌরাঙ্গটিলা মাইচাং বাড়িতে মৃত সুজালীর বড় ভাই সুজন দেববর্মা দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছে।
ধারণা করা হচ্ছে আজ দুপুর নাগাদ সুজালী ভাইয়ের বাড়িতে যাওয়ার কিছু পথ আগেই হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ঐসময়ে তার সাথে থাকা দেড় বছরের অবুঝ শিশু সন্তান মেনকা মগের তীব্র আর্তনাদে স্হানীয় মানুষ ছুটে আসে। মৃতদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
পুলিশ ঘটনার প্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে। মৃতদেহ বর্তমানে কল্যানপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশু সন্তানকে নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্য ছড়িয়েছে।