কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): সকাল সকাল রওনা দিয়েছিলেন কালীঘাটের বাড়ি থেকে। নবান্নে যাওয়ার আগে মাঝ রাস্তায় থমকালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতের সকালে ফুটপাতবাসী এবং সাফাইকর্মীদের দেখে নেমে এলেন গাড়ি থেকে।
প্রাথমিক কথাবার্তা সেরে সকলের হাতে তুলে দিলেন শীতের পোশাক, কম্বল। সামাজিক মাধ্যমে নিজেই সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অভিজ্ঞতা জানাতে গিয়ে লিখেছেন, ‘মিলন-প্রভাতে দূরের মানুষ, আসিল নিকট মম’।
বৃহস্পতিবার সকালেও জবুথবুই ছিল শহর কলকাতা। হালকা বৃষ্টিতে আরও স্যাঁতস্যাঁতে বোধ হচ্ছিল। সেই আবহেই পথবাসী এবং সাফাইকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন মমতা। সরু পাড়ের সাদা শাড়ির উপর হালকা সোয়েটার এবং তার উপর শাল জড়ানো ছিল গায়ে। সেভাবেই গাড়ি থেকে নেমে আসেন তিনি। সকলের হাতে শীতের পোশাক এবং কম্বল তুলে দেন।
পরে সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের কিছু ছবি তুলে ধরেন মমতা। লেখেন, “নবান্ন যাওয়ার পথে সাফাইকর্মীদের দেখে কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়। হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর, রাজ্যকে পরিষ্কার রাখেন। তাই আজ নবান্ন যাওয়ার পথে সকলের হাতে কম্বল তুলে দিলাম।” রবীন্দ্রনাথের লেখা দুই লাইন, ‘মিলন-প্রভাতে দূরের মানুষ আসিল নিকটে মম’ও পোস্ট করেন তিনি।
ওই অভিজ্ঞতা নিয়ে মমতা আরও লেখেন, ‘নিজের সাধ্য মতো, সর্বদা মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর আমি। আমার রাজ্যের যে কোনও মানুষ, যদি একজনও দুঃখ, কষ্টে থাকেন, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক। জনসেবা করার জন্য, গণদেবতার স্বার্থে, নিজের গোটা জীবন সঁপে দিয়েছি আমি। তাঁরা ভাল থাকলেই, আমার ভাল থাকা। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন’।
যত দিন থাকবেন, তত দিন বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকার সর্বতো চেষ্টা চালিয়ে যাবেন বলে মঙ্গলবারও জানিয়েছিলেন মমতা।