থউবাল (মণিপুর), ১৪ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর বহুল চৰ্চিত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। আজ রবিবার বিকাল চারটায় দলের কেন্দ্রীয় এবং প্রদেশ নেতা ও কর্মীদের উপস্থিতিতে থউবাল জেলার অন্তর্গত খংজামে বেসরকারি ময়দান থেকে এই যাত্রা শুরু করেছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধী এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী মণিপুরে তাঁর পূর্ববর্তী সফরকালে যে পরিস্থিতি দেখেছেন সে সম্পর্কে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত বছরের ২৯ জুন থেকে মণিপুরকে অশান্ত করেছে বিজেপি সরকার।
বলেন, ‘২০০৪ সাল থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথমবারের মতো আমি ভারতে এমন একটি জায়গায় এসেছিলাম যেখানে শাসনের সম্পূর্ণ পরিকাঠামো ভেঙে পড়েছে। ২৯ জুনের পর মণিপুর আর মণিপুর নেই, বিভক্ত হয়ে সর্বত্র বিদ্বেষ ছড়িয়ে পড়েথে, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। চোখের সামনে মানুষ হারিয়েছে তাঁদের প্রিয়জনকে। আর এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী আপনাদের চোখের জল মুছতে ও হাত ধরতে আসেননি। এটা লজ্জাজনক ব্যাপার। মোদী হতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু বিজেপি ও আরএসএস-এর কাছে মণিপুর ভারতের অংশ নয়। বিজেপির কাছে ঘৃণার প্রতীক মণিপুর।’
রাহুল আরও বলেন, কংগ্রেসই একমাত্র দল, যারা অশান্ত রাজ্য মণিপুরে শান্তি ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে পারে। জনতার উদ্দেশ্য রাহল বলেন, ‘আপনারা যা হারিয়েছেন, তা আমরা আবার খুঁজে বের করে আপনাদের কাছে ফিরিয়ে দেব। মণিপুরের জনগণ যে কষ্টে দিন কাটিয়েছেন তা আমরা বুঝতে পারি।’ আজকের সমাবেশে মল্লিকার্জুন খাড়গেও ভাষণ দিয়েছেন।
প্ৰসঙ্গত, আজকের যাত্রা সন্ধ্যা ৫:৩০ মিনিটে ইমফলের কৈরেঙ্গি বাজারে বিরতি দিয়েছে। এর পর ইমফলের সেকমাইয়ের কৌজেংলেইমা স্পোর্টস অ্যাসোসিয়েশন-এর ফুটবল গ্রাউন্ডে রাত যাপন করবেন দলের নেতারা, জানা গেছে দলের প্রদেশ নেতাদের কাছে।