আগরতলা, ১০ জানুয়ারি: নেশাকারবারের সাথে যুক্ত তিনজনকে আটক করে এনসিসি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী, নগদ টাকা সহ তিনটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে কুমারী টিলার শ্যামলী বাজার রিঙ্কুয়া এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় উত পেতে বসে থাকে পুলিশ। ওই সময় একটি স্কুটি দিয়ে তিন ব্যক্তি নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে আসে। তখনই ওই দুই যুবককে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, তাঁদের কাছ থেকে একটি স্কুটি, নগদ ২৩ হাজার টাকা এবং ৪০০কৌটা ব্রাউন সুগার উদ্দার করা হয়েছে। সাথে তিন জনকে আটক করা হয়েছে।