ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। মাস্টার হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ- ২০২৪ এ ত্রিপুরা দল অংশ নিতে যাচ্ছে। ৩৫ ও ততোর্ধ বয়সের পুরুষ হকি খেলোয়ারদের ৬ষ্ঠ মাস্টার হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হচ্ছে গোয়ার মাপোসায়, আগামী ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি। ৬ ফেব্রুয়ারি রাজ্য দল আগরতলা থেকে গোয়ার উদ্দেশে রওনা হবে। তবে এর আগে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে আগামী ১২ জানুয়ারি বিকেল তিনটায় এক সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ নিতে ইচ্ছুক মাস্টার্স হকি খেলোয়ারদের যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা হকি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
2024-01-09