ধুবড়ি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুরের গেরামারি বটেরতলে ১৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুৰ্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনা আজ মঙ্গলবার ভোরে সংঘটিত হয়েছে। আহত ব্যক্তিকে পণ্যবাহী ট্রাকের চালক বলে জানা গেছে। তবে তাঁর নাম-ধাম এখনও জানা যায়নি।
গোটা রাজ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুঁয়াশার চাদরে মোড়া অসম সহ উত্তর-পূর্বাঞ্চল। এই অবস্থায় আজ ভোররাতে গৌরীপুর থেকে ফলমূল বোঝাই করে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল এএস ১৮ এসি ৫৪৪০ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক। কিন্তু গেরামারি বটেরতল এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাল্টি খেয়ে পড়ে পাশের খাদে।
স্থানীয় জনতা ছুটে গিয়ে গাড়ির ভিতর থেকে চালককে বের করেন। ইতিমধ্যে খবর পেয়ে দুৰ্ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের দল। তাঁরা আহত ট্রাক চালককে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশের তদন্তকারী অফিসার জানান, ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা হ্ৰাস পাওয়ায় দুৰ্ঘটনা সংঘটিত হতে পারে।

