নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন- ৯৩ জন প্রার্থীর ভাগ্য ১,৪১,১২৪ জন ভোটারের হাতে

– ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ছয় বিজেপি প্রার্থী

হাফলং (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ শান্তিতে আজ সোমবার সকাল ৮:০০টা শুরু হয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন। ভোটদান চলবে বিকাল ৪:০০টা পর্যন্ত। যদি কোনও কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে হয়, তা-হলে তা হবে ১০ জানুয়ারি। ১২ জানুয়ারি সকাল ৮.০০টা থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২২টি আসনের জন্য ভোট গণনা শুরু হবে। এদিনই ফলাফল ঘোষণা হয়ে যাবে।

ডিমা হাসাওয়ের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার সীমান্ত কুমার দাস এ তথ্য দিয়ে জানান, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মোট ২৮টি আসন। এর মধ্যে ছয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন। এই ছয়টি আসনে কংগ্রেস, বিজেপি এবং নির্দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেস প্রার্থী এবং এক নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ছয় বিজেপি প্ৰাৰ্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে। ২৮ আসনের মধ্যে ছয় আসন ছাড়া আজ ভোটদান হচ্ছে ২২ আসনে।

তিনি জানান, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মোট ভোটারের সংখ্যা ১,৪১,১২৪। মোট ভোটকেন্দ্র ২৮০টি৷ এর মধ্যে, ১০০টি সংবেদনশীল এবং ২৭টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পার্বত্য পরিষদের নির্বাচনে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলাশাসক জানান, সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, মাইক্রো পর্যবেক্ষক মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, হামরি, হারাঙ্গাজাও, গুঞ্জুং, হাজাডিসা, পূর্ব মাইবাং এবং পশ্চিম মাইবাং আসনে কংগ্রেস প্রার্থী যথাক্রমে দরথাং থাওসেন, পপিল হোজাই, জয়থন লংমাইলাই, রূপিনাথ সেংইয়ং, তাপস থাওসেন এবং ধীরাজ লাংথাসা তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ছয় কেন্দ্ৰে বিজেপি প্রার্থী যথাক্ৰমে মনজিৎ নাইডিং, আমেন্দু হোজাই, নজিৎ কেম্প্রাই, প্রজিৎ হোজাই, মোহিত হোজাই এবং মনজয় লাংথাসা বিনা প্রতিদ্বন্দিতায় জয় নিশ্চিত করেছেন।