বিকশিত ভারত সংকল্প যাত্রা জনসাধারণের কল্যাণে প্রধানমন্ত্রীর গ্যারান্টির বার্তা : কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা

আগরতলা, ৮ জানুয়ারি : বিকশিত ভারত সংকল্প যাত্রা জনসাধারণের কল্যাণে প্রধানমন্ত্রীর গ্যারান্টির বার্তা, এভাবেই ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ মোহনপুর সংলগ্ন আর ডি ব্লকে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি উপস্থিত ছিলেন।

এদিন প্রতীমা ভৌমিক কিছু গুরুত্বপূর্ণ বার্তা সকলের সামনে তুলে ধরেছিলেন। তিনি বলেন, সবার জন্য ঘর, শৌচালয়, অটল পেনশন, ৫ কেজি চাল এসবের গ্যারান্টির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে তিনি যোগ করেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করছেন তাঁরা পরিবার প্রতিপালন করতে গিয়ে ঘর নির্মাণ করতে পারেননি এবং সরকারী চাকরিতে বেতন কম পাচ্ছেন এমন প্রত্যেক নাগরিক ঘর পাবেন। এমনকি রিয়াং শরণার্থীরাও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন। সাথে শৌচালয় এবং জলের ব্যাবস্থা করা হবে, বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *