অসমে বুনোহাতির তাণ্ডব, বকোয় হতাহত দুই

বকো (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : অসমের বিভিন্ন প্রান্তে বুনোহাতির তাণ্ডবে নাগরিকজীবন ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। শনিবার রাতে গোয়ালপাড়া জেলার একবলবলা ফফঙ্গা গ্রামে বুনোহাতির হামলায় জনৈক শ্যামজিৎ মোমিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একইভাবে বুনো হাতির হামলায় কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকোর বড়খাল গ্রামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই গ্রামের অন্য এক ব্যক্তি দামালদের আক্রমণে আহত হয়ে এখন গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গতকাল রাতে কামরূপ জেলার বকো এাকার বড়খাল গ্রামে বিশাল এক বুনো হাতির দল ঢুকে ব্যাপক উপদ্রবের সৃষ্টি করে। হাতির আক্ৰমণে একজনের মৃত্যুর পাশাপাশি আরেকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে বড়খালের কমলেশ্বর বড়ো (৫৫) বলে পরিচয় পাওয়া গেছে।

এদিকে হাতির হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন অমল রাভা (৪০) নামের একজন। আহত অমল রাভাকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বুনো হাতির দলকে তাড়াতে গেলে ঘটে এই অঘটন।