ধুবড়ি (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : নিম্ন অসমের ধুবড়িতে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়ে দামি চার চাকার গাড়ি সহ দুটি চোরাই গরু।
আজ বৃহস্পতিবার ধুবড়ি জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে বালাজান এলাকায় অভিযান চালানো হয়েছিল। অভিযানে এএস ১৭ পি ১৯৪৭ নম্বরের একটি দামি চার চাকার গাড়ির গতিরোধ করে তা থেকে দুটি চোরাই গরু উদ্ধার হয়েছে।
সূত্রটি জানিয়েছে, বহিঃরাজ্য থেকে গরু দুটি গৌরীপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গরু উদ্ধার হলেও সুযোগ বুঝে গাড়ি ছেড়ে পালিয়েছে পাচারকারী। অবশ্য পুলিশ ইতিমধ্যে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে গাড়ির মালিকের নামধাম সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।

