নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “রাজনীতিতে আসার আগে কেজরিওয়াল সততা নিয়ে অনেক কথা বলতেন। এখন তিনি এবং তাঁর দল সম্পূর্ণ অসৎ প্রমাণিত হয়েছে।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “একের পর এক কেলেঙ্কারি বেরিয়ে আসছে, আম আদমি পার্টির নেতারা এক বছরেরও বেশি সময় ধরে জেলে। এই সমস্ত কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়ালের সমান ভূমিকা রয়েছে…মানুষ জিজ্ঞাসা করছে, তিনি (অরবিন্দ কেজরিওয়াল) কি এখন আইনের ঊর্ধ্বে?… কেন তিনি ইডি-র সামনে হাজির হতে এত ভয় পাচ্ছেন?”

