নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কংগ্রেস দেশের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দল, এই দল সর্বদা ভারতের সংস্কৃতিকে সমুন্নত রেখেছে ও দেশের ভীত তৈরি করেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার পর এই মন্তব্য করেছেন ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টির প্রতিষ্ঠাতা ওয়াই এস শর্মিলা। তিনি বলেছেন, “ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টিকে কংগ্রেস দলের সাথে একীভূত করে, আজ কংগ্রেস দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা আমার বাবার স্বপ্ন ছিল এবং আমি সেই লক্ষ্যে কাজ করব।”
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির মেয়ে হলেন ওয়াই এস শর্মিলা, তিনি এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন, পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত দল ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টিকে কংগ্রেসের একীভূত করেছেন।” শর্মিলা এদিন বলেছেন, “ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টি কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায় আজ আমি অত্যন্ত আনন্দিত। আজ থেকেই ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের অংশ হয়ে গেল।”

