‘আজাদি কা অমৃত কাল’-এ উন্নত ভারত গড়তে বড় ভূমিকা পালন করেছে লাক্ষাদ্বীপ : প্রধানমন্ত্রী

কাভারত্তি, ৩ জানুয়ারি (হি.স.): ‘আজাদি কা অমৃত কাল’-এ উন্নত ভারত গড়তে বড় ভূমিকা পালন করেছে লাক্ষাদ্বীপ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, লাক্ষাদ্বীপকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরার চেষ্টা করছে ভারত সরকার। বুধবার লাক্ষাদ্বীপের কাভারত্তিতে ১,১৫৬ কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখানে অনুষ্ঠিত সাম্প্রতিক জি-২০ বৈঠকের কারণে লাক্ষাদ্বীপ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, লাক্ষাদ্বীপে দুটি ‘ব্লু ফ্ল্যাগ’ সৈকতও রয়েছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “২০২০ সালে আমি একটি গ্যারান্টি দিয়েছিলাম, এক হাজার দিনের মধ্যে আপনাদের উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করা হবে। আজ কোচি-লাক্ষাদ্বীপ সাবমেরিন অপটিক্যাল ফাইবার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, এবং এটি এখানে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার হল ভারতের প্রতিটি অঞ্চল এবং প্রতিটি নাগরিকের জীবনে স্বাচ্ছন্দ্য আনা। আজ এখানে প্রায় ১,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। এগুলি ইন্টারনেট, বিদ্যুৎ, জল, স্বাস্থ্য ও শিশু যত্ন সম্পর্কিত প্রকল্প।”