ট্র্যাজেডির নায়ক, ক্রিকেটের ফেরিওয়ালা রমন লাম্বার জন্মবার্ষিকী

কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): রমন লাম্বা। ভারতীয় ক্রিকেটের একজন প্রতিশ্রুতিবান ক্রিকেটার ছিলেন। রমন চারটি টেস্ট এবং ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য ভারতীয় ক্রিকেটের। ২৩ ফেব্রুয়ারি ১৯৯৮, বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় বল দ্বারা টেম্পোরাল আঘাতের তিন দিন পর অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে কোমায় চলে যাওয়ার পর লাম্বা মারা যান।

লাম্বা মারা গেলে সারা বিশ্ব থেকে শ্রদ্ধা জানানো হয়েছিল। রমন লাম্বা ১৯৬০ সালের ২ জানুয়ারি মেরঠে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৮০-৮১ সালে তার রঞ্জি ট্রফি ক্যারিয়ার শুরু করেন এবং ‘৯৭-৯৮ মরসুমে তার মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত ছিলেন। তিনি ৮৭ম্যাচে ৫৩.৯১ গড়ে ৬,৩৬২ রান করেন, ৫টি ডাবল সেঞ্চুরি সহ ২২টি সেঞ্চুরি করেন।