ওয়েস্টহ্যামের কাছে হেরে বড় ধাক্কা খেল আর্সেনাল, শীর্ষ স্থানে ওঠা হল না গানারদের

ওয়েস্টহ্যাম, ২৯ ডিসেম্বর (হি.স.): লিগে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। শীর্ষস্থানে ওঠার লড়াই চলছিল লিভারপুলের সঙ্গে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হেরে গেল আর্সেনাল। তাতে আপাতত টেবিলের শীর্ষ স্থানে ওঠা হল না গানারদের। ওয়েস্ট হ্যামের হয়ে গোল করেন টমাস সোউচেক।

এই হারের ফলে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গানাররা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। আর ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ওয়েস্ট হ্যাম।