অবৈধভাবে উচ্ছেদ এক নিরীহ পরিবার, তিন বখাটে যুবকের তাণ্ডবে চাঞ্চল্য বিটারবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর : কোনো বৈধ নোটিশ ছাড়াই দিনদুপুরে এক দিনমজুরের বসত ঘর ভেঙ্গে দিয়েছেন দুই তিনজন যুবক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিটারবন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। উল্লেখ্য এলাকার সরকারী জমিতে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে ওই গরীব পরিবারটি।

রবিবার হঠাৎই কয়েকজন যুবক তাদের বাড়ি-ঘর ভেঙ্গে ফেলে। তাদের কাছ থেকে তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় দিতেও নারাজ। এমনকি বৈধ কোনো নোটিশও দেখাতে ব্যর্থ হয়েছে ওই যুবকরা। তবে কিসের ভিত্তিতে এভাবে এই বাড়ি-ঘর গুলি ভেঙ্গে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিন দুপুরে ওই অসহায় পরিবারটির ঘরের ছাউনি সহ রান্নার সামগ্রী সব তছনছ করে দিয়েছে ওই যুবকদের দল। এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।