কলকাতার জাতীয় যোগাসনে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর। রওয়ানা হলো ত্রিপুরা দল। কলকাতার দূর্গাপুরের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে ৪২ তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। তাতে অংশগ্রহণের লক্ষ্যে উপলক্ষে ত্রিপুরা যোগা আসোসিয়েশন এর ৪৭ সদস্যের দল রবিবার সকালের ট্রেণে রওয়ানা হয়েছে। আগরতলা রেল স্টেশন এ প্লেয়ারদের উৎসাহিত করতে শ্যামসুন্দর কোং জুয়েলারির কর্ণধার অর্পিতা সাহা উপস্থিত ছিলেন। তিনি রাজ্য দলের খেলোযাড়দের হাতে জল খাবার তুলে দেন ও অগ্রিম শুভেচ্ছা জানান। রেলস্টেশনে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন এর সচিব দিব্যেন্দু দত্ত এবং অন্যাণ্য সদস্যরাও। গেলোবছর পুদুচেরীতে অনুষ্ঠিত ৪১ তম আসরে ত্রিপুরা দলগতভাবে দ্বিতীয় স্থান দখল করেছিলো। এবার দেশের সেরা হওয়ার স্বপ্ন নিয়ে রওয়ানা হলেন খেলোয়াড়দের। যোগারুদের স্বপ্ন পূরণের লক্ষ্যে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো। আসরে অংশ নেওয়ার আগে রাজ্যের প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে ৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছিলো। এবং রাজ্য দলকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিলো। ত্রিপুরা দলের কোচ নিরঞ্জন ভট্টাচার্য আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। তিনি বিশ্বাস করেন, এবারও বেশ কয়েকটি পদক আসবে রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *