ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। হরিয়ানার সোনিপতে অনুষ্ঠিত হবে চতুর্থ জাতীয় উন্মুক্ত গ্র্যাপলিং প্রতিযোগিতা। ২৮-৩১ ডিসেম্বর হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ১০ সদস্যের ত্রিপুরা দল গঠন করা হয়েছে। ২৬ ডিসেম্বর আসরে অংশ নিতে ট্রেণে রওয়ানা হবে রাজ্যদল। ত্রিপুরা দলের কোচ উত্তম আচার্য এখবর জানান। তিনি আশা করেন,”আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। সেই লক্ষ্যে নেওয়া হয়েছে প্রস্তুতি”। ত্রিপুরা দল: স্বমাই দেববর্মা, আশিষ দেববর্মা, জিৎ দেববর্মা, হিমু পাল, প্রবীর দেববর্মা, মিঠুন দে, রোজেমি মলশুম, প্রীয়াঙ্কা দেববর্মা, প্রীয়া দেবনাথ এবং কবিতা কলই। কোচ: উত্তম আচার্য, ম্যানেজার: প্রতীমা আচার্য।
2023-12-24

