রায়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে শনিবার রাতে তিনজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। করোনায় সক্রিয় রোগীদের মধ্যে দুজন রায়পুরের এবং একজন দুর্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।
দেশে করোনার নতুন রূপ জেএন- ১ আসার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকার সতর্ক রয়েছে। এখনও পর্যন্ত সারাদেশে সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী পাওয়া গেছে কেরলে। ছত্তিশগড়েও ছড়িয়ে পড়ছে করোনা। ছত্তিশগড় রাজ্যে বর্তমানে করোনার আটটি সক্রিয় রোগী রয়েছেন। শনিবার ছত্তিশগড়ে তিনজন রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর ছত্তিশগড় রাজ্যে করোনার ১৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। যারমধ্যে রাজ্যজুড়ে তিন জন রোগীর করোনা পজিটিভ। নতুন রোগী বাড়ার পর রাজ্যে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন আট।

