নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ২৩ শে ডিসেম্বর : বিলোনিয়া পুর পরিষদ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন সহ আলোচনা করেন আমবাসা পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলারগন।
আজ বেলা বারোটায় আমবাসা পুরপরিষদের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিলোনিয়া পুরপরিষদের কার্যালয়ে আসেন। দশজনের প্রতিনিধি দল আসার পর পুর পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া ও গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেন। বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলার গন এরপর আজ দুপুর একটায় বিলোনীয়া পুরপরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোচনা ও পর্যালোচনা সভা, কতটুকু উন্নয়ন হয়েছে, কি ভাবে সফল হয়েছে, জনস্বার্থে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামীদিনের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা কি সেই বিষয়ে উভয় পক্ষের আলোচনা হয় সভায়। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক রতন ভৌমিক, চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ভাইস চেয়ারম্যান শিখা নাথ সহ পুর পরিষদের কাউন্সিলর সহ পুর পরিষদের অন্যান্য কর্মীগন।