কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : তদন্তের নামে বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি প্রতাপ চন্দ্র দে-কে রাজ্য পুলিশের সিআইডি ডেকে নিয়ে মানসিক নির্যাতন করছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে এই অভিযোগের তদন্ত করতে হবে বলে দাবি করলেন রাজ্য বিজেপি-র সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু বুধবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এটা বিচার বিভাগকে ভয় দেখানোর নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ চন্দ্র দে কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি। তাঁর স্ত্রী বিচারপতি অমৃতা সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জিকে জড়িত কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে শুনানি করছেন। বিচারপতি দে-কে পশ্চিমবঙ্গের সিআইডি তলব করে বিচারপতি সিনহার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য হয়রানি করেছে। বিচারপতি দে সংশ্লিষ্ট কোনও বিষয়ে জড়িত নন। এটি অত্যন্ত গুরুতর এবং বার কাউন্সিলকে অবশ্যই উচ্চপর্যায়ে বিষয়টি বিবেচনা করতে হবে।”
প্রসঙ্গত, কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে প্রতাপচন্দ্রের অভিযোগ, যে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল, তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিংহের বিষয়ে নানাবিধ তথ্য জানার চেষ্টা করেছেন সিআইডি অফিসারেরা। প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন, তার জন্যও তাঁকে কুকথা বলার পাশাপাশি মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে আইনজীবীর অভিযোগ। প্রতাপচন্দ্রের অভিযোগ, তাঁকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা। এ পর্যন্ত দু’দফায় প্রতাপচন্দ্রকে তলব করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দিন ন’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে বলেই অভিযোগ তাঁর।