ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। প্রাধান্য নিয়ে খেলেও ছিটকে গেলো ত্রিপুরা। শেষ ৩০ মিনিট ১০ জনে খেলেও নির্ধারিত সময়ে আটকে রেখেছিলো শক্তিশালী অরুনাচল প্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যায়কে। গুয়াহাটিতে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় আন্ত: বিশ্বাবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত ম্যাচে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে। অথচ এদিন খেলার শুরুতেই গোল পেয়ে গিয়েছিলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। কিন্তু লাইন্সম্যান নির্দিষ্ট জায়গায় না থাকায় বাতিল করা হয় গোলটি। এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখান ত্রিপুরার ফুটবলাররা। নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকার পর শুরু হয় টাইব্রেকার। তাতে ৩-২ গোলে পরাজিত হয় ত্রিপুরা। নির্ধারিত সমযের পর টাইব্রেকারেও দুটি শট রুখে দিয়েছিলেন ত্রিপুরার গোলরক্ষক কালাবেরি। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ মধুমানিক লোধ গুয়াহাটি থেকে টেলিফোনে বলেন,”প্রত্যাশার থেকে ভালো খেলেছিলো আমার ছেলেরা। সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেললেও পায়নি শুধু গোল”। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ত্রিপুরার আক্রমণভাগের সেরা অস্ত্র সঞ্জীব শীল। ফলে সমস্যায় পড়ে গিয়েছিলো ত্রিপুরা।
2023-12-15