স্বামীকে এলোপাথারি কুপিয়ে বাড়ি ছাড়ল স্ত্রী

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ গার্হস্থ্য হিংসা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ শুধু মহিলারাই গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন না৷ পুরুষরাও মহিলাদের দ্বারা গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন৷ বেশীরভাগ ক্ষেত্রেই পুরুষরা এই ধরনের হিংসার শিকার হলেও তা মুখ খুলে বলার সাহস পান না৷ একদিকে লোকলজ্জা ও অন্যদিকে পারিবারিক ঝামেলা এই সব সমস্যাকে দাবিয়ে রাখছে৷ তবে, কিছু কিছু ঘটনা প্রকাশ্যে চলে আসছে৷ এরই মধ্যে গোমতী জেলার অমরপুরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে স্বামী৷
অমরপুরের লালগিরি এলাকায় স্ত্রীর ধারালো দায়ের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছে স্বামী৷ আহত স্বামীর নাম রামবিহারী জমাতিয়া৷ তাকে অমরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অমরপুরের লালগিরি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন স্বামী৷ আহত স্বামীর নাম রামবিহারী জমাতিয়া৷ দমকল বাহিনীর জওয়ানরা তাকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে৷ তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে৷ অভিযুক্ত স্ত্রীর নাম ভৈরবী কন্যা জমাতিয়া৷ এব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তারের সংবাদ নেই৷