জলপাইগুড়ি, ১১ ডিসেম্বর (হি.স.) : সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার উত্তরবঙ্গের উন্নয়নের পাশপাশি জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার খতিয়ান এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
প্রতিশ্রুতি রক্ষা করে তাঁর সরকার ধূপগুড়িকে নয়া মহকুমা ঘোষণা করেছে, একথা ফের একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। চলতি বছর ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তৃণমূল জিততেই পূর্ব প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে পৃথম মহকুমা ঘোষণা করে সরকার। সেই নিয়ে মমতা এদিন বলেন, ‘ধূপগুড়িতে আমাদের জেতানোর জন্য ধন্যবাদ। আমাদের দলের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক করে আমরা ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেছি। আদালতের একটা জায়গায় বিষয়টা আটকে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।’
২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ির প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ারের পর এবার জলপাইগুড়ি ৷ সোমবার সরকারি অনুষ্ঠান থেকে জলপাইগুড়ি জেলায় চা শ্রমিকদের পাট্টা বিলি-সহ বহু প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা দেন মুখ্যমন্ত্রী। জেলার ধূপগুড়ি ব্লকের বানারহাট তরুণ সংঘের মাঠে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেন সাধারণ মানুষকে । এছাড়াও ভোরের আলো পর্যটন কেন্দ্রে গাজোলডোবা ফ্লাইওভারের উদ্বোধন করেন ৷ জলপাইগুড়ি জেলায় সরকারি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানারহাট থেকে হেলিকপ্টারে উত্তরকন্যা চলে যাবেন । আগামিকাল মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তারপর কলকাতায় ফিরে যাবেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

