চেস অ্যাসোসিয়েশনের দারুন উদ্যোগ র‌্যাপিড দাবায় উমাশঙ্কর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। পিছিয়ে থেকেও রাজ্য সেরা হলেন উমাশঙ্কর দত্ত। দুদিন ব্যাপী রাজ্য র‌্যাপিড দাবা প্রতিযোগিতা শেষ হলো রবিবার। তাতে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন উমাশঙ্কর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে এন এস আর সি সি-‌র দাবা হলঘরে হয় আসর। আসরে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে দেবাংকুর ব্যানার্জি দ্বিতীয়, অভিজ্ঞান ঘোষ তৃতীয়, ৬ পযেন্ট পেয়ে দিব্যজ।ওতি সরকার চতুর্থ এবং শাক্য সিনহা মোদক পঞ্চম স্থান দখল করে। এছাড়া অনূর্ধ্ব-‌৭ বালক বিভাগে সুতুনু পাল, রোহিল সাহা, কানিষ্ক চৌধুরি, বালিকা বিভাগে অবান্তিকা চক্রবর্তী, আধ্যেতা রায়, অনূর্ধ্ব ৯ বালক বিভাগে আদ্রুষ কর্মকার, অন্তরীপ আচারিয়া, পিতম্বর দেবনাথ, বালিকা বিভাগে অদ্রিজা সাহা, নিলাক্ষী দেবনাথ, অনূর্ধ্ব-‌১১ বালক বিভাগে প্রাঞ্জল দেবনাথ, শুভজিৎ পাল, নরেন্দ্রনাথ বিশ্বাস, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার, আরাধ্যা চৌধুরি,  অনূর্ধ্ব-‌১৩ বালক বিভাগে সোমরাজ সাহা, দীপ্তাংশু দেব, দেবাঞ্জন দে, বালিকা বিভাগে অদ্রিজা দেবনাথ, শ্রেয়শী সাহা প্রথম তিনটি স্থান দখল করে। বিকেলে রাজ্য সংল্থার উদ্যোগে হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে অভিনব উদ্যোগ নেন রাজ্য সংস্থার কর্তারা। এবারও প্রথম অবিভাবকদের উৎসাহিত করার জন্য রাজ্য দাবা সংস্থার উদ্যোগে ‘‌গর্বিত অবিভাবক’‌ পুরস্কার প্রদান করা হয়। প্রথমবর্ষ ওই পুরস্কারটি পেয়েছেন রাজ্যের একমাত্র ফি ডে মাস্টার দাবাড়ু পরসেনজিৎ দত্ত-‌র গর্বিত বাবা প্রবোধ রঞ্জন দত্ত। রাজ্য সংস্থার পেট্রণ তথা বিধায়ক রতম চক্রবর্তী উত্তরীয় পরিয়ে এবং সংশাপত্র দিয়ে সংবর্ধনা জানান প্রবোধ রঞ্জন দত্তকে। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস বি নাথ, রাজ্য সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা, কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ,সিখা দাশগুপ্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *