ধর্মনগর, ৭ ডিসেম্বর : পাঁচ রাজ্যের ফলাফলে চরম হতাশায় ভুগছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা। তাই তাঁদের মনোবল বাড়াতে তৎপর হয়েছে প্রদেশ নেতৃবৃন্দ। সেই লক্ষ্যে তড়িঘড়ি ধর্মনগর ছুটে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উত্তর ত্রিপুরা জেলায় প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক সারলেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে।
এদিন ধর্মনগর সার্কিট হাউসে সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতৃবৃন্দদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছেন। এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি এডভোকেট অজিত দাস, ধর্মনগর কেন্দ্রের বিজিত প্রার্থী চয়ন ভট্টাচার্য কংগ্রেস নেতা আব্দুল বাছিত চৌধুরী সহ জেলা এবং মহকুমা স্তরের নেতা-নেত্রী বৃন্দ।
এদিন সুদীপ রায় বর্মন দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে। এই নির্বাচনে দুটি রাজ্য কংগ্রেস হারালেও লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে।
তাঁর কথায়, সদ্য সমাপ্ত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট বিজেপির প্রাপ্ত ভোটের থেকে বেশি। তা একটি শুভ লক্ষণ বলে দাবি করেন তিনি । তাছাড়া ষাটটির উপর আসনে কংগ্রেস দল তিন অঙ্কের সংখ্যা অর্থাৎ সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে।
এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল হবে এবং কেন্দ্রে ক্ষমতা দখল করবে। ত্রিপুরায় বিরোধীরা একটা ভালো ফলাফল করবে বলেন তিনি ।