নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : নৌবাহিনী দিবসে নৌবাহিনীর কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নৌবাহিনীর কর্মীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের সমুদ্র রক্ষায় নৌবাহিনীর কর্মীদের প্রতিশ্রুতি ও তাঁদের কর্তব্যের প্রতি অটল উৎসর্গ দেশের প্রতি তাদের ভালবাসাই প্রমাণ করে”। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন যে, তিনি সোমবারের পরে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে নৌবাহিনী দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য উন্মুখ রয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখেন যে, এই জায়গাটির সঙ্গে ছত্রপতি শিবাজি মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যিনি একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে যে চেষ্টা করেছিলেন, তা সর্বজনবিদিত।