ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিশ্রান্ত বৃষ্টি চেন্নাইয়ে; হাওয়ার বেগে ভেঙে পড়ল গাছ, জলমগ্ন বিভিন্ন এলাকা

চেন্নাই, ৪ ডিসেম্বর (হি.স.): শক্তি বাড়িয়ে দ্রুততার সঙ্গে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। ‘মিগজাউমে’ নামের ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হওয়ার সম্ভবনা রয়েছে তামিলনাড়ুর নেল্লোর এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছাকাছি কোনও সমতলে। আশঙ্কা, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার হতে পারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজছে চেন্নাই-সহ তামিলনাড়ুর নানা প্রান্ত। প্রবল বৃষ্টিতে চেন্নাই, কাঞ্চিপুরমের নানা স্থানে জল জমে গিয়েছে। চেন্নাই শহরের ভাদাপালানি এলাকায় গোড়ালি পর্যন্ত জল জমে গিয়েছে, অর্ধেক ডুবে গিয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি। চেন্নাইয়ের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সোমবার সকালে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। বৃষ্টির পাশাপাশি দমকা হওয়া বইছে চেন্নাইয়ে, তিরুমুল্লাইভোয়াল-আন্নানুর, আম্বাত্তুর এলাকায় প্রবল হাওয়ায় গাছ ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *