নিজস্ব প্রতিনিধি, রইস্যাবাড়ী, ৩ ডিসেম্বর : বি এস এফ এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে যানচলাচল বন্ধ রাখলো গাড়ির চালকরা। রবিবার সকাল থেকে রইস্যাবাড়ি এলাকায় তিন চাক্কার এবং চার চাক্কার গাড়ির চালকের ড্রাইভাররা রাস্তায় যানবাহন চলাচল স্তব্ধ করে দেন। বিনা কারনে এক গাড়ি চালককে আটক করেছে বি এস এফ জওয়ান, এই অভিযোগ নিয়েই এদিন বিক্ষোভ দেখায় অন্যান্য গাড়ি চালকরা।
ঘটনার বিবরণে প্রকাশ, প্রতি বৎসর তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলা হয়। এই পৌষ সংক্রান্তি মেলা জাতি জনজাতির একটি ঐতিহ্যবাহী উৎসব । প্রতি বছরের ন্যায় এ বছরও মেলা বসবে। গত বছর পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ সীমান্তের বর্ডার এরিয়া গেট খুলে দেওয়া হয়। যার ফলে হাজার হাজার বাংলাদেশের মানুষ ডুম্বুর তীর্থমুখ মেলায় আসেন। ২০২২ সালে ১৫ ও ১৬ তারিখে দুইদিন বর্ডার এলাকার গেট খুলে দেওয়া হয়েছিল। বর্ডার এলাকার কাটা তারের বেড়া সংলগ্ন ১২২ ব্যাটালিয়ান বিএসএফ পাহারারত অবস্থায় থাকে। অধিকাংশ বর্ডার এলাকায় তারকাটার বেড়া নেই।
রইস্যাবাড়ি থেকে ১৩ কিলোমিটার অমৃত পাড়া পর্যন্ত তার কাটার বেড়া নেই বললেই চলে। তা দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে লোক আসে, যখন বিএসএফ থাকে না। বিএসএফের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে আগত তীর্থ মেলায় বাংলাদেশের এক যুবক ব্লগার তারকাটা এবং বিএসএফ ক্যাম্প রাস্তা নিয়ে ইউটিউবে প্রচার করেন। কিছু দিন আগে ১২২ ব্যাটেলিয়ান বিএসএফ এর নজরে আসে। ঘটনায় নড়েচড়ে বসেন জওয়ানরা। এ নিয়ে গাড়ির চালক তপনজয় ত্রিপুরাকে গত ২ ডিসেম্বর দেশদ্রোহী আইনে গ্রেফতার করে এবং রইস্যাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ নিয়ে আজ সকাল থেকে রইস্যাবাড়ি সিন্ডিকেটের ড্রাইভাররা চাকা জ্যাম করে বসেন । যতক্ষণ পর্যন্ত গাড়ির চালক তপনজয় ত্রিপুরাকে বিনা শর্তে মুক্তি না দেওয়া হয় ততক্ষণ অবরোধ অব্যাহত থাকবে বলে তারা জানায়। আগামী দিন তারা রইস্যাবাড়ি এলাকা স্তব্ধ করে দেবেন বলে জানান।