বিজেপির জয়ে মিষ্টি বিতরণ কর্মসূচী শুভেন্দুর

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে জয়জয়কার বিজেপির। কংগ্রেস ধরাশায়ী। রবিবার ফল ঘোষণায় বিজেপির জয় নিশ্চিত হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আগামিকাল ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা বিধানসভাতে বিজয় মিছিল করবেন এবং বিধানসভার বাইরে মিষ্টি বিতরণ করবেন।’’

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে পুরো অধিবেশনের জন্যই সাসপেন্ড করেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার তিন রাজ্যে বিজেপির বিরাট জয়ের পরে বেশ কিছু কর্মসূচী নিয়েছেন শুভেন্দু। তাঁর ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে, বিধানসভা চত্বর এবং তার বাইরের রাস্তায় বিজেপি বিধায়করা মিষ্টি বিতরণ করবেন। মনে করা হচ্ছে, বিজেপির মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হতে পারে বিধানসভা। আবার এদিনই বিধানসভায় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নিজের ঘরেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। তাই এমন একটি দিনে বিজেপির তিন রাজ্যে জয় নিয়ে বিধানসভায় বিজয় মিছিল করে শাসকদলের উপর চাপ তৈরি করতে চাইবেন ‘সাসপেন্ড’ শুভেন্দু, এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *