হরিশ্চন্দ্রপুর, ৩ ডিসেম্বর (হি. স.) : মালদা জেলায় বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম এক যুবক। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাতটা নাগাদ চাঁচলগামী ৩১ নম্বর জাতীয় সড়কে জাবরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম পবিত বসাক(২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকোন্দা গ্রামে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পবিত বসাক বাইক নিয়ে তুলসীহাটা মার্কেটে আলুর ব্যবসা করতে আসছিল। অপরদিকে তুলসীহাটার দিক থেকে একটি ডাম্পার ভবানীপুর ব্রিজে মাটি ফেলে চাঁচলের দিকে যাচ্ছিল। জাবরা এলাকায় ডাম্পারটি সরাসরি বাইকটিকে ধাক্কা মারে। রক্তাক্ত হয়ে পড়ে বাইক চালক পবিত বসাক। দুমড়ে মুচড়ে ভেঙে যায় বাইকটি। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কি করে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।