ভোট না দিলে প্রশ্ন করারও অধিকার নেই, মন্তব্য আজহারউদ্দিনের

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): ভোট না দিলে প্রশ্ন করারও অধিকার নেই, উক্তি প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহারউদ্দিনের। বৃহস্পতিবার সকালে সপরিবারে ভোট দেওয়ার পর মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, “ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ভোট না দেন, তাহলে প্রশ্ন করারও কোনও অধিকার নেই আপনার।”

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে হায়দরাবাদের জুবলি হিলস আসনের কংগ্রেস প্রার্থী হলেন আজহারউদ্দিন। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সপরিবারে ভোট দেন। নিজে ভোট দেওয়ার পর জনগণকেও ভোট দেওয়ার আহ্বান জানান আজহারউদ্দিন। তিনি স্পষ্টতই বলেছেন, “ভোট না দিলে প্রশ্ন করারও অধিকার নেই আপনার।”