এবার ময়দানে প্রকাশ্যে যুবককে এলোপাথারি কোপ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.) : ফের খাস কলকাতায় ভরদুপুরে কোপানো হল এক যুবককে। অভিযোগ, ধাওয়া করে তাঁর পেটে ছুরি মারা হয়। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম সৌরভ মল্লিক (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কাজ করতেন বলে খবর। এদিন ময়দান চত্বরে দুপুর দুটো নাগাদ দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর পর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিয়ুক্ত। তাঁকে ধাওয়া করে পেটে ছুরি মারেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সৌরভকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার উত্তপ্ত হয়েছিল চিৎপুর। দুই যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় যুবককে। ছুরির আঘাতে প্রথমে গুরুতর জখম হন এক যুবক। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটার আগেই ফের ময়দানে এলোপাথারি কোপালেন তাঁর প্রাক্তন সহকর্মী।